Pages Navigation Menu
eISSN 2582-0427 ||https://doi.org/10.37948/ensemble || Crossref Member || UGC-CARE Enlisted || Journal Impact Factor

SAHITYER DIK BICCHURAN: TEBHAGAR ALOR CHATAY CHOTOGALPO (সাহিত্যের দিক্‌ বিচ্ছুরণঃ তেভাগার আলোর ছটায় ছোটগল্প)

সারসংক্ষেপঃ

বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের মাটি ‘আন্দোলন’ নামক শব্দটির সঙ্গে পরিচিত।ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধেই হোক বা পাল-সেন অথবা সুলতানী-মোঘল রাজতন্ত্রের বিরুদ্ধেই হোক, আন্দোলন বরাবরই সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করেছে।পরবর্তীকালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর ব্রিটিশ রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে কৃষকের জমি জমিদার শ্রেণির হাতে চলে যায় এবং কৃ্ষকরা ক্রমশ ভিখারী হয়ে পড়ে।এমতাবস্থায় ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে ‘বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা’র নেতৃত্বে শুরু হয় ‘তেভাগা’ আন্দোলন।এই আন্দোলনের উদ্দীপনা সমকালীন সমাজ-মনষ্ক ছোটগল্প লেখকদের লেখনিতে কতটা ইঙ্গিতবাহী হয়ে উঠেছে, বর্তমান প্রবন্ধে তা আমদের অন্বিষ্ট।

সূচকশব্দঃ তেভাগা আন্দোলন, ব্রাহ্মণ্য ধর্ম, ব্রিটিশ রাজতন্ত্র, জমিদার, বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা

DOWNLOAD COMPLETE ARTICLE

Views: 3735