Pages Navigation Menu
eISSN 2582-0427 ||https://doi.org/10.37948/ensemble || Crossref Member || UGC-CARE Enlisted || Journal Impact Factor

BANGLAR RENAISSANCE O MUSALMAN SAMAJ: EKTI BISHLESAN

সারসংক্ষেপঃ নবজাগরণের উন্মেষ এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা ও ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছে শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু যুবকেরা, স্বাভাবিকভাবেই তাদের দৃষ্টি পড়েছে নিজের সমাজের তথা শ্রেণীর সমস্যার দিকে, যে শ্রেণীতে শহুরে, শিক্ষিত এবং চাকুরিজীবী হিন্দুরাই ছিল। কারণ রেনেসাঁ ও ব্রাহ্মসমাজের উত্থান থেকে শুরু করে ‘হিন্দু মেলা’র ভাবনা পুরো যাত্রাটিই ছিল হিন্দুধর্ম ও হিন্দু সমাজ সংস্কারকে কেন্দ্র করে। ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে পাশ্চাত্য শিক্ষার অগ্রগতির যে সূচনা হয়, বহুদিন পর্যন্ত সেখানে মুসলমান তো বটেই, বর্ণহিন্দু ছাড়া অন্যদের প্রবেশও নিষিদ্ধ ছিল। ফলে পুরো প্রক্রিয়াটিই ছিল কলকাতা-কেন্দ্রিক শিক্ষিত হিন্দুদেরকে নিয়ে, তাদেরই স্বার্থরক্ষার উদ্দেশ্যে। গ্রামে বাস করা মুসলিম এবং দরিদ্র-নিম্নবর্ণের হিন্দুরাও এই প্রক্রিয়ার সম্পূর্ণ বাইরেই থেকে যায়। তাই নবজাগরণের উন্মেষ এবং বিকাশে মুসলমানেরা পুরোপুরি অনুপস্থিত। কারণ বাঙালী মধ্যবিত্ত মুসলমান শ্রেনী গড়েই উঠতে পারেনি, যে মধ্যবিত্ত শ্রেণী সমাজ বিকাশে সবসময় অগ্রণী ভূমিকা করে থাকে এবং এরাই সামন্ততত্রের শিকল ভেঙে আধুনিকতার আবাহন করে, ফলে যা হবার তাই হয়েছে, সমাজ অগ্রগতির ইতিহাসে অন্তত একশো বছর পিছিয়ে পড়েছে এদেশের মুসলমান সমাজ।

সূচকশব্দঃ রেনেসাঁ, রামমোহন, ডিরোজিও, ব্রাহ্মসমাজ, হিন্দু, মুসলমান, মধ্যবিত্ত শ্রেণী, ইয়ং বেঙ্গল গোষ্ঠী, হিন্দু কলেজ, এলিটশ্রেনী, ধর্মসভা, হিন্দুমেলা

Download Complete Article

Views: 3037